সুয়িং সেকশনে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। এক এক মেশিন এক এক রকমের। প্যন্ট হোক বা শার্ট কোন প্রসেসের পর কোন প্রসেস হবে সেটির উপর ভিত্তি করে লাইন সাজানো হয়ে থাকে। এটি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার (Industrial Engineer - IE) করে থাকেন। বডির প্রত্যেকটি প্রসেস সম্পর্কে না যানলে লাইন সাজানো সম্ভব নয়। একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার (Industrial Engineer -IE) এ সম্পর্কে ভালো ধারনা থাকে। তবে সব সময় লাইন একি ভাবে সাজানো হয় না। কারন, এক এক জন বায়ার এক এক রকমের স্টাইলের প্যান্টের অর্ডার দিয়ে থাকেন। এজন্য সেলায়ের ভিন্নতাও থাকে।
নিচে সেলাই মেশিন গুলির নাম দেয়া হল :
১. প্লেইন ফিট (Plain Fit)
২. ২ নিডেল ( 2 Niddel)
৩. ফেড লক (Fed Lock)
৪. ওভার লক (Over Lock)
৫. চেইন ইস্টিচ (Chain Stich)
৬. বার টেক (Bar Tec)
৭. কানসায় (Kansai)
৮. এংগুলার (Angular)
৯. বাটন হোল (Button Holl)
১০. ফিট অফ দ্যা (Fit Of The)
১১. যিক য্যাক (Jick Jack)
প্যান্টের প্রসেস বেশি থাকার কারনে প্যান্টের লাইন বর হয়। এবং এই সব গুলি মেশিনের প্রয়োজন পরে। কিন্তু, শার্ট ও গেঞ্জিতে এতো মেশিনের প্রয়োজন পরে না। তাই, শার্ট ও টি- শার্ট এর লাইন ছোটো হয়।
Written By: Mehedi Hasan Shovon
National Institute Of Engineering & Technology (NIET)
Email : RJShovon6517@gmail.com
Blog :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন