পোশাক প্রস্তুতে প্রয়োজনিয় কিছু সুতার হিসাব :
পোশাকের সুতার হিসেব করতে হলে প্রথমেই দেখতে হবে কোন কোন মেশিনের সেলাই হবে। সুতার কাজের স্টাইল কি কি আছে।
প্লেয়ন মেশিন প্রতি ইঞ্চিতে উপরের পার্শে র জন্য ১.৩৯ ইঞ্চি এবং নিচের সেলায়ের জন্য ১.১৩ ইঞ্চি সুতার প্রয়োজন।যদি সেলায় কম বেসি হই তাহলে সুতাও কম বেসি প্রয়োজন হবে।
প্লেয়ন মেশিনের চেয়ে ২ নিডেল মেশিনের সেলাই সুতা ২ গুন প্রয়োজন। কারন ২ নিডেলে সুয়ের সংখ্যা ২টি।
ওভার লক মেশিনের সেলাই ৩,৪,৫ সুতার উপর নিরভর করে। এখন ৫ সুতা ওভার লক মেশিনে সেলাই এ প্রতি ইঞ্চি তে ১২ টি সেলাই হলে, সুতার প্রয়োজন:
২.২৫"+২.৮৭"+২.১৩"+৫.৫"+৫.৭৫"=১৮.৫০ ইঞ্চি। মুলত সেলাই করতে গেলে ১৮ইঞ্চি তেয় হয়ে যাবে।
কানচাই মেশিনের সেলাইয়ের জন্য ১ টি নিডেলের প্রতি ইঞ্চি তে সেলায়ের পরিমান দেখানো হল। যত পরিমান সুই লাগবে তা দিয়ে গুন দিলে হিসাব বাইর হবে।
এক নিডেলে প্রতি ইঞ্চি সেলাই এ উপরের অংশ = ২.৩৮" বা ৩ ইঞ্চি।
নিচের অংশ = ২.৭৫ বা ৩ ইঞ্চি।
অতএব, মোট সুতা = ৬ ইঞ্চি।
টু আয় বাটন এ সুতা প্রয়োজন প্রতিটিতে ২.৫০ ইঞ্চি প্রয়োজন।
N.B: ভুল কিছু লিখে থাকলে ক্ষ্মার চোখে দেখবেন।
Written by : Mehedi Hasan (Shovon)
National Institute of Engineering & Technology (NIET)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন