বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

সুয়িং সেকশন এর কাজ ( Working procedure of sewing department in apparel industry)

সুয়িং সেকশন :

সুয়িং সেকশন গার্মেন্টস সেকশনে সব থেকে বড় ও গুরুত্বপূর্ন সেকশন। এই সেকশন ছারা গার্মেন্টস সেকশনকে কল্পনায় করা যায় না।

সুয়িং সেকশনের কাজ :

কাটিং সেকশন থেকে কাটা ফেব্রিকের অংশ (Cutting Parts) সমূহ কিছু মেশিনের মাধ্যমে এবং সুতা (Sewing Thread) সুই (Niddel) এর সাহায্যে যয়েন করা হয়। এই সব কিছু একজন অপারেটর করে । এরপর সম্পূর্ণ বডি তৈরি হয়ে যাবার পর তা একজন কিয়ুসি (Q.C) দারা পর্যবেক্ষণ (Cheack) করতে দেয়া হয়। কিছুক্ষণ পর পর একজন প্রডাকশন ম্যানেজার এসে সব কিছু তদারকি করেন।

Written By : Mehedi Hasan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন