মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

মার্চেন্ডাইজিং জব

মার্চেন্ডাইজিং :

টেক্সটাইল জবের মধ্যে মার্চেন্ডাইজিং এ আছে এখন নানা প্রকারভেদ। ফরেইন বায়িং লোকাল বায়িং মার্চেন্ডাইজিং আর ফেক্টরি মার্চেন্ডাইজিং। প্রডাক্ট অনুযায়ী নিট, ওভেন, সুয়েটার মার্চেন্ডাইজিং। এটি চাহিদা ও প্রতিযোগিতা খুব বেসি তাই লিংক ১০০/১ ০০ প্রয়োজন। ক্যালকুলেশন, ফলোআপ, টেকনিক্যাল নলেজ ভাল না হলে সিনিয়র দের পিয়ন হয়ে কাটাতে হয়। আর ভালো বায়ারের মার্চেন্ডাইযার হলে আপনার ডিমান্ড বারবে। আর ইজিলি জব চেঞ্জ করা যাই যদি অভিজ্ঞ হন। আর একজন মার্চেন্ডাইযারের ক্ষ্মতাও অনেক বেশি থাকে তার জব সেকসনে। তাই নিজের কাজটাকে গুরুত্ত দিন। আপনার কাজ আপনার ফিউচারকে পাল্টাতে পারে।

Posted By : Mehedi Hasan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন