বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

বায়িং হাউজ এর কাজের ধাপ সমূহ(The working procedure in buying house!)

বাংলাদেশে বস্ত্র শিল্প রপ্তানির জন্য সব থেকে বড় ভূমিকা বায়িং হাউজের। বাংলাদেশে তৈরী কৃত বস্ত্র গুলী বায়ারের কাছে বিক্রি (Sell) করা বায়িং হাউজ এর কাজ।

কাজ সমূহ : প্রথমে বায়িং হাউজের একজন মার্চেন্ডাইজার ম্যানেজার বায়ার খুজে তাকে নিজের প্রোফাইল (Profile) পাঠান এবং তার সাত্থে সংযুক্ত (Connected)   থাকেন।

এরপর তার সাথে কথা - বার্তা (Communication)   করতে থাকেন। এবং একদিন সভার (Metting) ব্যবস্থা (Arrange) করেন।

এরপর একটি স্যম্পল বানিয়ে বায়ারকে দেখান। যদি পছন্দ হয়ে যাই তাহলে দাম (Costing) নির্ধারণ করেন।

এরপর বায়িং এর মার্চেন্ডাইজার একটা ভাল ফেক্টরিতে এল/সি (L/C)পাঠান এবং তার কাজটি (Order) করতে দেন।

কাজটি সম্পূর্ণ হলে বায়িং হাউজ তা চেক(Inspection) করেন।

এরপর শিপমেন্টের জন্য প্রয়জনিয় কাগজ পএ (Documents) তৈরি করে ব্যাংকে পাঠানো হয় এবং সাথে একটি স্যম্পল দেয়া হয়।

এই সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে সিপমেন্ট।

(N.B : ভুল কিছু লিখে থাকলে ক্ষমার চখে দেখবেন। ধন্যবাদ -)

Written By : Mehedi Hasan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন