স্যাম্পল সেকশন :
স্যাম্পল সেকশন গার্মেন্টসে একটি অন্যতম ও গুরুত্তপূর্ন সেকশন। স্যম্পল তৈরির কলাকৌশল গুলো নিচে আলোচনা করা হল।
প্রথমে বায়িং এর মার্চেন্ডাইজারের কাছ থেকে অর্ডারের চার্ট সীট এবং প্রয়োজনিয় পদক্ষেপ গুলো অনুসরন করে প্যাটার্ন কাটতে হবে।
এরপর প্যাটার্ন অনুযায়ী কাটিং এ গিয়ে ফেব্রিক কাটতে হবে।
এরপর কাটিং এর ফেব্রিক গুলী সুয়িং এ দিতে হবে। সুয়িং থেকে সম্পূর্ণ বডি তৈরি হবার পর তা ওয়াসে যাবে।
ওয়াস থেকে আসার পর সেগুলি ফিনিশিং এ যাবে। এরপর কিউসি চেক হবে।
কিউসি চেকের পর স্যম্পলটি বায়ার এপ্রুভেড এর জন্য পাঠানো হবে।
আর এই সব কিছুই একজন ফেক্টরির মার্চেন্ডাইজারের তত্তাবধানে সম্পূর্ণ হয়।
তাই একজন ফেক্টরির মার্চেন্ডাইজারের এ সম্পর্কে সম্পূর্ণ ধারনা থাকা উচিত।
Written by : Mehedi Hasan
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন