রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

সুয়িং সেকশনে বিভিন্ন ধরনের মেশিন(Most Essential Machine in Sewing Section)

সুয়িং সেকশনে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। এক এক মেশিন এক এক রকমের। প্যন্ট হোক বা শার্ট কোন প্রসেসের পর কোন প্রসেস হবে সেটির উপর ভিত্তি করে লাইন সাজানো হয়ে থাকে। এটি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার (Industrial Engineer - IE) করে থাকেন। বডির প্রত্যেকটি প্রসেস সম্পর্কে না যানলে লাইন সাজানো সম্ভব নয়। একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার (Industrial Engineer -IE) এ সম্পর্কে ভালো ধারনা থাকে। তবে সব সময় লাইন একি ভাবে সাজানো হয় না। কারন, এক এক জন বায়ার এক এক রকমের স্টাইলের প্যান্টের অর্ডার  দিয়ে থাকেন। এজন্য সেলায়ের ভিন্নতাও থাকে।

নিচে সেলাই মেশিন গুলির নাম দেয়া হল :

১. প্লেইন ফিট (Plain Fit)
২. ২ নিডেল ( 2 Niddel)
৩. ফেড লক (Fed Lock)
৪. ওভার লক (Over Lock)
৫. চেইন ইস্টিচ (Chain Stich)
৬. বার টেক (Bar Tec)
৭. কানসায় (Kansai)
৮. এংগুলার (Angular)
৯. বাটন হোল (Button Holl)
১০. ফিট অফ দ্যা (Fit Of The)
১১. যিক য্যাক (Jick Jack) 

প্যান্টের প্রসেস বেশি থাকার কারনে প্যান্টের লাইন বর হয়। এবং এই সব গুলি মেশিনের প্রয়োজন পরে। কিন্তু, শার্ট ও গেঞ্জিতে এতো মেশিনের প্রয়োজন পরে না। তাই, শার্ট ও টি- শার্ট এর লাইন ছোটো হয়।

Written By: Mehedi Hasan Shovon
National Institute Of Engineering & Technology (NIET)
Email : RJShovon6517@gmail.com
Blog :

শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

ফিনিশিং সেকশনের কিছু প্রয়োজনিয় মেশিনের নাম ( Most Essential Garment Finishing Machine, Tools and Equipment’s in Apparel Industry)

ফিনিশং সেকশন (Finishing Section) :

গার্মেন্টসে সুয়িং সেকশন থেকে কমপ্লিট (Complete) বডি ওয়াসে যায়। এবং ওয়াস থেকে আসার পর সব গুলো বডি ফিনিশিং এ পাঠানো হয়। ফিনিশিং ছাড়া কোনো বডি পুরোপুরি ভাবে সসম্পূর্ণ হয় না। ফাইনাল ইন্সপেকশনের (Inspection) আগে কিছু মেশিনের (Machine) সাহায্যে ফিনিশিং সম্পূর্ণ করা হয়।

মেশিন সমূহের নাম (Machine Name's)  :

1. Bodies dummy
2. Boiler
3. Button attached machine
4. Carton staple machine (P.P Brand)
5. Compressor
6. Final inspection table
7. Iron cap
8. Iron plate
9. Light checking box
10. Local iron (For pressing or Ironing)
11. Measurement tape
12. Normal folding table
13. Packing table
14. Plastic staple attached
15. Re-iron table
16. Scissor
17. Snap button attached machine
18. Spray gun ( For spot remove)
19. Stand-up shirt folding table
20. Steam iron (For pressing or Ironing)
21. Tag gun
22. Thread cutting table
23. Thread sucker
24. Trimmer
25. Vacuum table
26. Weight scale

(N.B : ভুল কিছু লিখে থাকলে ক্ষমার চোখে দেখবেন)  ধন্যবাদ -)

Written By : Mehedi Hasan

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

বায়িং হাউজ এর কাজের ধাপ সমূহ(The working procedure in buying house!)

বাংলাদেশে বস্ত্র শিল্প রপ্তানির জন্য সব থেকে বড় ভূমিকা বায়িং হাউজের। বাংলাদেশে তৈরী কৃত বস্ত্র গুলী বায়ারের কাছে বিক্রি (Sell) করা বায়িং হাউজ এর কাজ।

কাজ সমূহ : প্রথমে বায়িং হাউজের একজন মার্চেন্ডাইজার ম্যানেজার বায়ার খুজে তাকে নিজের প্রোফাইল (Profile) পাঠান এবং তার সাত্থে সংযুক্ত (Connected)   থাকেন।

এরপর তার সাথে কথা - বার্তা (Communication)   করতে থাকেন। এবং একদিন সভার (Metting) ব্যবস্থা (Arrange) করেন।

এরপর একটি স্যম্পল বানিয়ে বায়ারকে দেখান। যদি পছন্দ হয়ে যাই তাহলে দাম (Costing) নির্ধারণ করেন।

এরপর বায়িং এর মার্চেন্ডাইজার একটা ভাল ফেক্টরিতে এল/সি (L/C)পাঠান এবং তার কাজটি (Order) করতে দেন।

কাজটি সম্পূর্ণ হলে বায়িং হাউজ তা চেক(Inspection) করেন।

এরপর শিপমেন্টের জন্য প্রয়জনিয় কাগজ পএ (Documents) তৈরি করে ব্যাংকে পাঠানো হয় এবং সাথে একটি স্যম্পল দেয়া হয়।

এই সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে সিপমেন্ট।

(N.B : ভুল কিছু লিখে থাকলে ক্ষমার চখে দেখবেন। ধন্যবাদ -)

Written By : Mehedi Hasan

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

সুয়িং সেকশন এর কাজ ( Working procedure of sewing department in apparel industry)

সুয়িং সেকশন :

সুয়িং সেকশন গার্মেন্টস সেকশনে সব থেকে বড় ও গুরুত্বপূর্ন সেকশন। এই সেকশন ছারা গার্মেন্টস সেকশনকে কল্পনায় করা যায় না।

সুয়িং সেকশনের কাজ :

কাটিং সেকশন থেকে কাটা ফেব্রিকের অংশ (Cutting Parts) সমূহ কিছু মেশিনের মাধ্যমে এবং সুতা (Sewing Thread) সুই (Niddel) এর সাহায্যে যয়েন করা হয়। এই সব কিছু একজন অপারেটর করে । এরপর সম্পূর্ণ বডি তৈরি হয়ে যাবার পর তা একজন কিয়ুসি (Q.C) দারা পর্যবেক্ষণ (Cheack) করতে দেয়া হয়। কিছুক্ষণ পর পর একজন প্রডাকশন ম্যানেজার এসে সব কিছু তদারকি করেন।

Written By : Mehedi Hasan

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

স্যাম্পল তৈরির পদক্ষেপ সমূহ

স্যাম্পল সেকশন :

স্যাম্পল সেকশন গার্মেন্টসে একটি অন্যতম ও গুরুত্তপূর্ন সেকশন। স্যম্পল তৈরির কলাকৌশল গুলো নিচে আলোচনা করা হল।

প্রথমে বায়িং এর মার্চেন্ডাইজারের কাছ থেকে অর্ডারের চার্ট সীট এবং প্রয়োজনিয় পদক্ষেপ গুলো অনুসরন করে প্যাটার্ন কাটতে হবে।

এরপর প্যাটার্ন অনুযায়ী কাটিং এ গিয়ে ফেব্রিক কাটতে হবে।

এরপর কাটিং এর ফেব্রিক গুলী সুয়িং এ দিতে হবে। সুয়িং থেকে সম্পূর্ণ বডি তৈরি হবার পর তা ওয়াসে যাবে।

ওয়াস থেকে আসার পর সেগুলি ফিনিশিং এ যাবে। এরপর কিউসি চেক হবে।

কিউসি চেকের পর স্যম্পলটি বায়ার এপ্রুভেড এর জন্য পাঠানো হবে।

আর এই সব কিছুই একজন ফেক্টরির মার্চেন্ডাইজারের তত্তাবধানে সম্পূর্ণ হয়।
তাই একজন ফেক্টরির মার্চেন্ডাইজারের এ সম্পর্কে সম্পূর্ণ ধারনা থাকা উচিত।

Written by : Mehedi Hasan

মার্চেন্ডাইজিং জব

মার্চেন্ডাইজিং :

টেক্সটাইল জবের মধ্যে মার্চেন্ডাইজিং এ আছে এখন নানা প্রকারভেদ। ফরেইন বায়িং লোকাল বায়িং মার্চেন্ডাইজিং আর ফেক্টরি মার্চেন্ডাইজিং। প্রডাক্ট অনুযায়ী নিট, ওভেন, সুয়েটার মার্চেন্ডাইজিং। এটি চাহিদা ও প্রতিযোগিতা খুব বেসি তাই লিংক ১০০/১ ০০ প্রয়োজন। ক্যালকুলেশন, ফলোআপ, টেকনিক্যাল নলেজ ভাল না হলে সিনিয়র দের পিয়ন হয়ে কাটাতে হয়। আর ভালো বায়ারের মার্চেন্ডাইযার হলে আপনার ডিমান্ড বারবে। আর ইজিলি জব চেঞ্জ করা যাই যদি অভিজ্ঞ হন। আর একজন মার্চেন্ডাইযারের ক্ষ্মতাও অনেক বেশি থাকে তার জব সেকসনে। তাই নিজের কাজটাকে গুরুত্ত দিন। আপনার কাজ আপনার ফিউচারকে পাল্টাতে পারে।

Posted By : Mehedi Hasan

Flow Chart Of The Buing House

MARCHENDISING

মার্চেন্ডাইজিং :

টেক্সটাইল জবের মধ্যে মার্চেন্ডাইজিং এ আছে এখন নানা প্রকারভেদ। ফরেইন বায়িং লোকাল বায়িং মার্চেন্ডাইজিং আর ফেক্টরি মার্চেন্ডাইজিং। প্রডাক্ট অনুযায়ী নিট, ওভেন, সুয়েটার মার্চেন্ডাইজিং। এটি চাহিদা ও প্রতিযোগিতা খুব বেসি তাই লিংক ১০০/১ ০০ প্রয়োজন। ক্যালকুলেশন, ফলোআপ, টেকনিক্যাল নলেজ ভাল না হলে সিনিয়র দের পিয়ন হয়ে কাটাতে হয়। আর ভালো বায়ারের মার্চেন্ডাইযার হলে আপনার ডিমান্ড বারবে। আর ইজিলি জব চেঞ্জ করা যাই যদি অভিজ্ঞ হন। আর একজন মার্চেন্ডাইযারের ক্ষ্মতাও অনেক বেশি থাকে তার জব সেকসনে। তাই নিজের কাজটাকে গুরুত্ত দিন। আপনার কাজ আপনার ফিউচারকে পাল্টাতে পারে।

Posted By : Mehedi Hasan