শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

গার্মেন্টসের কিছু মেশিনের নাম সহ বিবরন (Machine Name with Details & Picture for Appearel Industry ) :

গার্মেন্টসের কিছু মেশিনের নাম সহ বিবরন (Machine Name with Details & Picture for Appearel Industry ) :

আমার আগের পোস্টে মেশিনের সুধু নাম গুলি দিতে পেরেছিলাম। কিন্তু এই বার মেশিনের নাম গুলোর সাথে মেশিনের কাজ অ ব্যাবহার গুলো দেয়ার চেস্টা করেছি।

1. Fad Lock : এর সেলায় টা অনেকটা ব্রিজের মতো। বেল্টের লুপের মধ্যে এই সেলায় ব্যাবহার করা হয়।

2. Plane Fit : এই মেশিন টা খুবই Common একটা মেশিন। টেইলার্স এর দোকানে এই মেশিন আমরা প্রায় দেখতে পায়। তাই, এই মেশিনের ব্যাপারে আমরা সকলেই অবগত আছি। এই মেশিনের সেলাই টা দেখতে সোজা।  শার্ট, টি- শার্ট, প্যান্ট ইত্যাদি তে এই মেশিন ব্যাবহার করা হয়।

3. Button Holl Machine : প্যান্ট ও শার্ট উভয় ক্ষেএে বাটন লাগানোর জন্য একটা হোল বা গোল ফাকা স্থান রাখা হয়, বাটন লাগানোর জন্য এটাই বাটন হোল। আর এই কাজ টা যেই মেশিন দারা সম্পূর্ণ করা হই তাই বাটন হোল মেশিন।

4. 2 Needle :  নিডেল মানে সুই। ২ নিডেল মানে ২ টা সুই। যেই মেশিন দারা একসংগে ২ টা সেলাই করা করা হয়, অর্থাত একসংগে ২টি লাইনে সেলাই হই তাকেই ২ নিডেল মেশিন বলে।

5. Zick Zack : এর সেলাইটি আকা- বাকা ও তেছরা ধরনের। বেসির ভাগ ক্ষেত্রে জিন্স প্যান্টে ব্যাবহার করা হয়।

6. Angular : এর সেলায় প্লেয়ন ফিট মেশিনের মতো সোজা। এর মধ্যে এক সংগে ২টা সুয় আছে।  এর Speciality হচ্ছে, এর মধ্যে এমন একটা ব্যাবস্থা আছে যার মাধ্যমে একটি নিডেল বন্ধ রেখেও কাজ করা যাবে।

7. Bartac : বেল্টের লুপ জয়েন্টের জন্য আবার অনেক ক্ষেত্রে প্যান্টের পকেটের সাইডে এই সেলায় ব্যাবহার করা হয়। এর সেলায় অনেক ঘন।

8. Chain Stich : বেশির ভাগ ক্ষেত্রে জিন্সের প্যান্টের In side এই সেলায় দেখা যায়। এর সেলাই দেখতে অনেকটা চেইনের মতো।

9. Kansai : এই মেশিন টি একেবারে ভিন্ন ধর্মি একটি মেশিন। এই মেশিন টি দারা এলাস্টিক (Elastic) যয়েন দেয়া হয়।

10. Over Lock: এই মেশিনটি ও বহুল জনপ্রিয়। পোষাকের যয়েন্ট ও সেলায় ধরে রাখার জন্য এই মেশিন ব্যাবহার করা হয়। এই মেশিনটি আমাদের সকলের পরিচিত কারন, টেয়লারসের দোকানে আমরা সকলেয় এই মেশিনটি দেখেছি।

11. Fit Of The : এই মেশিনের সেলাইটি একটু মোটা। এই সেলায়ের মাধ্যমে কাপড়ের দু প্রান্ত কে এক করা হয়। শার্ট ও প্যান্ট এর yoke side -  এ এছাড়া ও জিন্স প্যান্টের পায়ের পাশে লম্বা করে এই সেলায়ে ব্যাবহার করা হয়।

12.Ripit Button Holl : এই মেশিনের মাধ্যমে প্যান্টে বাটন লাগানো (Attach) করা হয়।

এর বাইরেও অনেক মেশিন রয়েছে।

(N.B : ভুল কিছু লিখে থাকলে ক্ষমার চখে দেখবেন।১২ নাম্বার মেশিনের ছবি দিতে পারিনি বলে আন্তরিক ভাবে দুঃখিত )

Written By : Mehedi Hasan Shovon
National Institute of Engineering & Technology (NIET)

৫টি মন্তব্য: